অবকাশে চেম্বার আদালতের দায়িত্বে বিচারপতি ওবায়দুল হাসান
১৪ জুলাই ২০২১ ০১:২৩ | আপডেট: ১৪ জুলাই ২০২১ ০১:৫৫
ঢাকা: আগামী ১৮ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত অবকাশকালে চেম্বার আদালতের জন্য আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার (১৩ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের চেম্বার আদালত গঠন করে দেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞার সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি আগামী ১৮ জুলাই থেকে ২৯ পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়গুলো নিষ্পত্তির জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যেমে Vacation Judge (অবকাশকালীন বিচারক) হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারপতি ওবায়দুল হাসান আগামী ১৯ জুলাই ও ২৭ জুলাই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সকাল ১১টা ৩০ মিনিট থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
সারাবাংলা/কেআইএফ/টিআর