পাচার হওয়া কিশোরীকে ফেরত দিল ভারত
১৩ জুলাই ২০২১ ২০:৪৭ | আপডেট: ১৩ জুলাই ২০২১ ২০:৫০
বেনাপোল (যশোর): পাচার হয়ে যাওয়ার ৯ মাস পর এক বাংলাদেশি কিশোরীকে ফিরিয়ে দিয়েছে ভারত।
মঙ্গবার (১৩ জুলাই) দুপুর দেড়টায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এর মধ্যস্থতায় তাকে পরিবারের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের (ওসি) মজিবর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে ফেরত আসা ওই কিশোরী খুলনার অধিবাসী।
এ ব্যপারে জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা শাউলি খাতুন সারাবাংলাকে জানান, দালালচক্র ৯ মাস আগে ওই কিশোরীকে ভারতে পাচার করে। পরে গুজরাট পুলিশের হাতে আটক হয় সে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। তারপর, সেখানকার একটি এনজিও মেয়েটিকে নিজেদের হেফাজতে রাখে।
পরে, রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তাকে দেশে ফিরিয়ে আনা হলো।
এদিকে, কোভিড-১৯ সংক্রমণের মুখে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/একেএম