Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত সাংবাদিক সিরাজুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১৭:২৩

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ডেপুটি চিফ রিপোর্টার সিরাজুজ্জামান। সম্প্রতি তিনি করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিনও নিয়েছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নমুনা পরীক্ষার পর তাৎক্ষণিকভাবে জানানো হয় তিনি করোনো পজিটিভ।

দীর্ঘ দিন ধরে সংসদ সচিবলায়, নির্বাচন কমিশন ও আইসিটিসহ বিভিন্ন বিটে কর্মরত সিরাজুজ্জামান বলেন, ‘আমার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। এখন আমি কোনো ঘ্রাণ পাচ্ছি না। আর হালকা কাশি রয়েছে। এখন বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি।’

জানা যায়, ১২ জুন জাতীয় সংসদের মেডিকেল সেন্টার থেকে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেন তিনি।

সিরাজুজ্জামান বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার ফোরামের কোষাধ্যক্ষ। এছাড়া বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনি কমিটির সদস্য এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির যুগ্ম-সাধারণ সম্পাদক।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

করোনা আক্রান্ত সাংবাদিক সিরাজুজ্জামান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর