Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা শুধু সেরা প্রধানমন্ত্রীই নন, সেরা কূটনৈতিকও’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১৬:২৬

ঢাকা: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু সেরা প্রধানমন্ত্রীই নন, তিনি একজন সেরা কূটনৈতিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তার কূটনৈতিক দক্ষতার কারণেই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে করোনার ভ্যাকসিন এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই শ্লোগানে গঠিত ভ্রাম্যমাণ মেডিকেল টিমের তৃতীয় পর্যায়ে সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপমন্ত্রী এসব কথা বলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সখিপুর থানায় দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আফা মোল্যার বাজারে উপমন্ত্রীর নিজস্ব অর্থায়নে এ ভ্রাম্যমাণ মেডিকেল টিম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু সেরা প্রধানমন্ত্রীই নন, সেরা কূটনৈতিকও। তার সফল কূটনৈতিক দক্ষতার কারণেই গতবছর উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে করোনার ভ্যাকসিন বাংলাদেশে এনেছে, তখন অনেক ধনী দেশ ভ্যাকসিন নিতে পারেনি। এখন দেশে গণ ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি দেশের ভাবমূর্তি বর্হিবিশ্বের কাছে নষ্ট করতে মরিয়া। তারা সংকটে দেশের পাশে না দাঁড়িয়ে, সরকার ও আওয়ামী লীগের সমালোচনায় ব্যস্ত। বিএনপি নেতাদের কূটনৈতিকসহ নানা ষড়যন্ত্র উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

পানিসম্পদ উপমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবিলায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও বস্ত্র পৌঁছে দিচ্ছেন। সর্বোপরি শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবিলায় যা যা করণীয়, সে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডও স্বাস্থ্যবিধি মেনে দুর্বার গতিতে এগিয়ে চলছে।

বিজ্ঞাপন

এ সময় শরীয়তপুরের সবাইকে করোনা মহামারির স্বাস্থ্য বিধি মেনে চলার এবং সচেতন থাকার আহবান জানান উপমন্ত্রী।

উল্লেখ্য, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের উদ্যোগে গঠিত এই ভ্রাম্যমাণ মেডিকেল টিম গত বছর করোনা মহামারির প্রথম থেকে নড়িয়া-সখিপুরের বিভিন্ন ইউনিয়ন ও বাজারে বাজারে ঘুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে আছে। ওই টিমের পক্ষ থেকে ওষুধ ও নগদ অর্থও প্রদান করা হচ্ছে।

এই মেডিকেল টিমে দুইজন পুরুষ চিকিৎসক, এক মহিলা চিকিৎসক এবং দুই জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। মেডিকেল টিমের হটলাইন নম্বরে ফোন করলেই রোগীর কাছে ছুটে যাচ্ছে তারা। এ কারণে স্থানীয়রা উপমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমন মানবিক কাজের জন্য মেডিকেল টিম ইতোমধ্যে এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

সারাবাংলা/এনআর/এনএস

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেরা কূটনৈতিক

বিজ্ঞাপন

ভালো আছেন খালেদা জিয়া
১৪ জানুয়ারি ২০২৫ ১৭:১৩

আরো

সম্পর্কিত খবর