Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মহীন দরিদ্রদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১৭:২৬

ঢাকা: চলমান ‘কঠোর লকডাউন’-এ কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী নাগরিক সমাজের ব্যানারে এ ত্রাণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ত্রাণ হিসেবে পাঁচ সদস্যের একটি পরিবারের সাত দিন চলার মতো চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, আটা, কাপড় কাচা সাবানসহ নিত্য পণ্যের একটি প্যাকেট দরিদ্রদের হাতে তুলে দেন নজরুল ইসলাম খান। এই ত্রাণ নেওয়ার জন্য কয়েকশ’ মানুষ সকাল থেকে বিএনপি কার্যালয়ে নিচে ভিড় করেন। দলের পক্ষ থেকে দেওয়া টোকেন জমা দিয়ে সবাই ত্রাণ সংগ্রহ করেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

ত্রাণ বিতরণ বিএনপি লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর