২৩ জুলাই থেকে বন্ধ থাকবে পোশাক কারখানা
১৩ জুলাই ২০২১ ১৪:০১
ঢাকা: দেশের অর্থনীতির চাকা সচল রাখতে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমাতে চলমান বিধিনিষেধেও খোলা রাখা হয়েছে তৈরি পোশাকসহ সব শিল্প কারখানা। তবে ঈদের পরে ২৩ জুলাই থেকে পুনরায় আরোপিত বিধিনিষেধে এসব কারখানা আর খোলা রাখা হবে না।
মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বিষয় নিশ্চিত করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আর্থ সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ছয়টা পর্যন্ত আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে জনসাধারণকে সব সময় সতর্ক অবস্থায় থাকা ও মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
আরও পড়ুন: শিথিলতা শেষে আসবে আরও কঠোরতা, বন্ধ থাকবে শিল্প-কারখানাও
একই প্রজ্ঞাপনে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ জারি করার বিষয়টি উল্লেখ করা হয়।
এর আগে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়নন্ত্রণে না আসায় ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় সকল তৈরি পোশাক শিল্প কারখানা খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
সারাবাংলা/জেআর/এনএস
২৩ জুলাই থেকে বন্ধ কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস টপ নিউজ পোশাক কারখানা শিল্প কারখানা