Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিনের তথ্য পূরণে সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১৩:০৯

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভ্যাকসিন সংক্রান্ত তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

আগামী ১৯ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নতুন সময় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে ১২ জুলাই থেকে এক সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ১৯ জুলাইয়ের মধ্যে তথ্য পূরণ করে সাবমিট করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের স্ব স্ব কলেজের তথ্য পূরণ নিশ্চিত করার লক্ষ্যে অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/টিএস/এনএস

জাতীয় বিশ্ববিদ্যালয় টপ নিউজ ভ্যাকসিনের তথ্য পাঠানোর সময় বৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর