Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকের চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১১:৫৮

প্রতীকী ছবি

বগুড়া: জেলায় ট্রাকের চাপায় সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী নাম রিপন মিয়া (২৫)। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন বগুড়া সদরের ভবানীগঞ্জ গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এলাকাবাসী জানায়, রিপন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্র। তিনি একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করতেন। আজ (মঙ্গলবার) সকালে কাজে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে বালু বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১৩৯৩) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিপন ছিটকে সড়কে পরে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরই ট্রাকটি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি খাইরুল ইসলাম বলেন, ট্রাক চাপায় রিপন নামে একজন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ আছে।

সারাবাংলা/এনএস

কলেজ শিক্ষার্থী নিহত টপ নিউজ সড়ক দুর্ঘটনা সরকারি আজিজুল হক কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর