চট্টগ্রামে এক দিনে শনাক্ত হাজার ছুঁই ছুঁই
১৩ জুলাই ২০২১ ১১:৩১ | আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৪:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনেও রেকর্ড পরিমান করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১৩৩ জন বেড়ে আক্রান্ত ৯০০ ছাড়িয়ে গেছে।
সোমবার (১২ জুলাই) সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বন্দরনগরীতে ৯৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনে এত সংক্রমণ শনাক্তের ক্ষেত্রে এটা নতুন রেকর্ড। আগের দিন ৮২১ জন রোগী শনাক্ত হয়েছিল। এই সময়ে বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন এই সংখ্যা ছিল ৯।
মঙ্গলবার (১৩ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৫৫ জন। শনাক্তদের মধ্যে নগরীর ৬৩৬ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ৩১৯ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৬ দশমিক ০৫ শতাংশ।
চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডে সর্বোচ্চ পরিমাণ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। সীতাকুণ্ডে ৫০ জন, হাটহাজারীতে ৩৬ জন, রাউজানে ৩৫, ফটিকছড়িতে ৩০, রাঙ্গুনিয়ায় ২৮, মীরসরাইয়ে ২৭ জন, বোয়ালখালীতে ২৬, পটিয়ায় ২১, আনোয়ারায় ১৫, সন্দ্বীপে ১৪, চন্দনাইশে ১১, সাতকানিয়া ও বাঁশখালীতে ৯ জন করে এবং লোহাগাড়ায় ৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৪ জন নগরীর ও বাকি ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৬ হাজার ৭৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫১ হাজার ২৯৭ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৫ হাজার ৪৮৭ জন।
করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৯০ জন। এর মধ্যে নগরীর ৫০৪ জন এবং বিভিন্ন উপজেলার ২৮৬ জন।
সারাবাংলা/আরডি/এএম