Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরের একাংশে গ্যাস থাকবে না ৮ ঘণ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১০:১৫ | আপডেট: ১৩ জুলাই ২০২১ ১২:২০

প্রতীকী ছবি

ঢাকা: জরুরি শাটডাউনের কারণে মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানীর মিরপুরের একাংশে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস।

বিতরণ সংস্থা তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, জরুরি শাটডাউনের কারণে মঙ্গলবার (১৩ জুলাই) মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, ১০, ১১, ১২ এবং ১০ নম্বর থেকে ১৪ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের পূর্ব পাশের এলাকায় দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকায় স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকবে।

বিজ্ঞাপন

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সারাবাংলা/জেআর/এএম

গ্যাস টপ নিউজ মিরপুর রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর