প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ৩০০ পরিবার
১৩ জুলাই ২০২১ ০৮:৪৬ | আপডেট: ১৩ জুলাই ২০২১ ০৮:৪৭
রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ও আলীপুর ইউনিয়নে করোনায় কর্মহীন ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছে অসহায় পরিবারগুলো।
সোমবার (১২ জুলাই) দুপুরে বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০টি পরিবারের মধ্যে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এরপর দুপুর ১টায় আলীপুর ইউনিয়নের আলাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আরও ১৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কুমার প্রামাণিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর রাজবাড়ী সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. মিলন ফকিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- চাল, ডাল, তেল, আটা, লবণ, সেমাই, চিনি ও গুঁড়ো দুধ।
খাদ্যসামগ্রী বিতরণকালে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আজকে আপনারা উপহার হিসেবে যেসব খাদ্যসামগ্রী পাচ্ছেন, এগুলো কেনার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা প্রশাসনের কাছে টাকা দিয়েছেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমরা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি। ঈদের আগে সারাবাংলাদেশে আরও এক কোটি মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এজন্য আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।’
সারাবাংলা/এমও