Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহের হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলো জাহেদী ফাউন্ডেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ২৩:১৬ | আপডেট: ১২ জুলাই ২০২১ ২৩:৫৮

ঝিনাইদহ: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের জন্য দুটি হাসপাতালে ৫৫টি অক্সিজেন সিলিন্ডার দিলো জাহেদী ফাউন্ডেশন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ৪০টি ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়।

সোমবার (১২ জুলাই) সকালে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতাল দুটিতে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়।

এ সময় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজলসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১৫টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়।

সারাবাংলা/এনএস

অক্সিজেন সিলিন্ডার প্রদান জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর