Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনার সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ২২:৫৮ | আপডেট: ১৩ জুলাই ২০২১ ১০:১১

জাহিদ মালেক, ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশে করোনায় সংক্রমিতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এখনও মানুষ স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘুরছে আর এতে সংক্রমণ বাড়ছে। যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তবে তা নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে যাবে। তাই সংক্রমণ বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসাসেবা দিয়ে যাবে, কিন্তু সংক্রমণ ঠেকানো এই মন্ত্রণালয়ের কাজ না।

বিজ্ঞাপন

সোমবার (১২ জুলাই) সারাবাংলাকে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সঠিক চিকিৎসা দেওয়া। সংক্রমণ ঠেকানোর জন্য অন্য সব মন্ত্রণালয় কাজ করছে। দেড় বছর অদৃশ্য শক্তির সঙ্গে আমরা যুদ্ধ করছি। এখন আমাদের আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও সরকারের ঘোষিত বিধিনিষেধ মানতে হবে। গ্রামের হাট-বাজার, চায়ের দোকানে মানুষের আড্ডা বন্ধ করতে হবে। গ্রামের মানুষের ধারণা ছিলো তাদের করোনা হবে না। কিন্তু এখন গ্রামের মানুষের করোনা সংক্রামণের হার সবচেয়ে বেশি। ঈদে সবাই বাড়ি যাওয়ার জন্য ভিড় করছে ফেরিঘাটে। এছাড়াও বাসেও দেখছি স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।

জাহিদ মালেক বলেন, দেশে প্রতিদিন প্রায় ১১-১২ হাজার লোক নতুন করে সংক্রমিত হচ্ছেন এবং পাশাপাশি প্রায় দুইশ মানুষ মৃত্যুবরণ করছেন। এজন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু এগুলো কেন হচ্ছে? সংক্রমণ কেন বাড়ছে? স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসাসেবা দিতে পারবে কিন্তু সংক্রমণ ছড়ানোর উৎস কি বন্ধ করা সম্ভব স্বাস্থ্যসেবা বিভাগের? মানুষজন বিধিনিষেধ কীভাবে পালন করা হচ্ছে তা দেখতে বের হচ্ছে, অনেকেই মাস্ক পরছেন না। তাছাড়াও ফেরিতে আমরা দেখেছি কিভাবে ভিড় করে সবাই বাড়ি যাচ্ছে। এভাবে তো সংক্রমণ আরও বাড়বে। আর তখন আসলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, আমরা স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি চিকিৎসাসেবা দেওয়ার জন্য। আমাদের অনেক সমালোচনা হয় সব বিষয়ে। কিন্তু তাও আমাদের সবাই কাজ করে যায়, চিকিৎসা সেবাটা সবার জন্য নিশ্চিত করে যাই। আমাদের নমুনা পরীক্ষার সক্ষমতাও বেড়েছে। এটা আরও বাড়ানো হবে। হাসপাতালের বেড বেড়েছে, হাই ফ্লো নজল ক্যানোলা থেকে শুরু করে অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উন্নতিকরণেও কিন্তু আমাদের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু সেগুলোর কথা কেউ বলে না। আরও অনেক বিষয়েই কিন্তু আমাদের কাজ চলছে যাতে আমরা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে পারি, তাদের সেবা দিতে পারি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এসএসএ

স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর