‘মানুষের জীবিকার কথা ভেবেই বিধিনিষেধের বিষয়ে সিদ্ধান্ত হবে’
১২ জুলাই ২০২১ ২০:৪৭ | আপডেট: ১২ জুলাই ২০২১ ২২:৩৯
ঢাকা: আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু ব্যবসায়ী, দোকান মালিকসহ সকল জনগণের জীবন ও জীবিকার কথা ভেবে যা করা প্রয়োজন তা বিবেচনা করেই সরকার বিধিনিষেধের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (১২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিধিনিষেধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেকগুলো কারণ চিন্তা করতে হবে। যেমন খামারিরা যদি পশু বিক্রি করতে না পারে তাহলে আরও এক বছর পরিচর্যা করতে হবে। তাছাড়া দোকান মালিক যারা আছেন তারা কিন্তু ঈদের জন্যই সারা বছর বসে থাকেন। দুই ঈদের বেচাকেনা দিয়েই তারা চলে থাকেন। এসব কিছু বিবেচনা করেই সরকার জীবিকা ও জীবনের তাগিদে যেগুলো প্রয়োজন সেগুলো মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা দেবে, যা আপনারা শুনতে পারবেন। আমি এখন আর এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। যথাসময়ে এ বিষয়ে যার মাধ্যমে পাওয়ার কথা তা পাবেন।
এসময় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোভিড-১৯ শুধু আমাদের দেশ নয়, সারা পৃথীবিতে নাড়া দিয়েছে। সেজন্য আমাদেরও সচেতন হতে হবে। সরকার পুলিশ দিয়ে কত সচেতন করবে, যদি নিজেরা সচেতন না হই।
তিনি আরও বলেন, আমরা মিডিয়ার মধ্যমে সব সময় আহ্বান করে আসছি, যেন জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলে। যতক্ষণ সম্বব হয় ততক্ষণ মাস্ক পড়ে থাকতে হবে।
বিধিনিষেধ শিথিল করা হলে পুলিশের প্রতি কি নির্দেশনা থাকবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুধু পুলিশ নয়, প্রশাসনের সকলেই মাঠে কাজ করছে। মূল বিষয়টা হলো আমাদের যে সিদ্ধান্ত, তা জনগণকে জানিয়ে দেওয়া ও সচেতন করা এবং জনগণ যেন সেটা মেনে চলে সে ব্যবস্থা করা। আমাদের পুলিশ, আর্মি, বিজিবিসহ সকলে একসঙ্গে কাজ করছে।
সারাবাংলা/জেআর/এসএসএ