Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার পদায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ১৯:৫১

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তা হলেন- উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। এ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ থেকে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

অফিস আদেশে আরও বলা হয়, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বগুড়ার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি দায়িত্বভার অর্পণ করার পর এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, গুলশান বিভাগে নতুন পদায়নকৃত উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান পিপিএম(বার) বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক।

সারাবাংলা/ইউজে/একে

ডিএমপি পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর