Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসেম ফুডসে আগুন: শ্রম মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ১৯:৪১

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেডে ভয়াবহ আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। ১০ কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

সোমবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. রেজাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। হাসেম ফুডস লিমিটেডে ব্যাপক প্রাণহানি ও হতাহতের কারণ এবং দায়দায়িত্ব নির্ধারণ করে সুপারিশমালা দিতে হবে এই কমিটিকে।

আদেশে কমিটিকে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এমও

তদন্ত কমিটি শ্রম মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর