Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার: মামলার প্রতিবেদন ৩১ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ১৮:০৮

ঢাকা: রাজধানীর উত্তরার এক বাসা থেকে সুবল চন্দ্র পাল নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ আগামী ৩১ আগষ্ট ধার্য করেছেন আদালত।

সোমবার (১২ জুলাই) মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালত তা গ্রহণ করে উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন গাজীকে মামলাটি তদন্ত করে আগামী ৩১ আগষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

গত ১১ জুলাই সুবল চন্দ্র পালের ছোট ভাই স্বপন চন্দ্র পাল অজ্ঞাতনামাদের আসামি করে উত্তরা পশ্চিম থানায় হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলা অভিযোগে বলা হয়, রাজধানীর উত্তরা পশ্চিম থানাস্থ ৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে সুবল চন্দ্র পাল কেয়ারটেকার হিসেবে চাকুরী করতো। প্রতিদিনের ন্যায় ১০ জুলাই রাত ১১ টার দিকে বাড়ির মুল প্রবেশ গেইট বন্ধ করে নীচ তলায় নিজের শোয়ার কক্ষে ঘুমিয়ে পড়ে সুবল চন্দ্র পাল।

গত ১১ জুলাই ভোর সাড়ে ৪ টার সময় বাড়ির মালিক হাসান ইমাম খান ফেরদৌস ফজরের নামাজের জন্য মসজিদে যান। নামাজ আদায় শেষে সোয়া ৫টার দিকে বাড়িতে এসে সুবল চন্দ্র ডাকাডাকি করেন হাসান ইমাম খান। কোনো সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে সুবল চন্দ্রের দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন হাসান ইমাম খান। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/এআই/এসএসএ

মামলার প্রতিবেদন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর