Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না.গঞ্জের আস্তানায় গ্রেফতার দুই জঙ্গি স্লিপার সেলের সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ১৭:২১ | আপডেট: ১২ জুলাই ২০২১ ২১:১৪

ঢাকা: নারায়ণগঞ্জে দুটি পৃথক আস্তানায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল রোববার (১১ জুলাই) রাতে চালানো ওই অভিযানে দুইজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। তার দু’জনই স্লিপার সেল সদস্য বলে জানা গেছে। এ সময় ৩টি শক্তিশালী আইইডি এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার হওয়া দুজনের ১০ দিন করে রিমান্ড চেয়েছে সিটিটিসি। সোমবার (১২ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার এবং কাউসার হোসেন ওরফে মেজর ওসামা।

এ বিষয়ে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান জানান, তারা দুজন বোমা তৈরির কারিগর ও প্রশিক্ষণ। দু’জনই জেএমবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তারা স্লিপার সেল হিসেবে আমিরের অধীনে কাজ করছে। দুই বাড়িতে বানানো আইইডি দিয়ে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলারকে জিজ্ঞাসাবাদের বরাতে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে যে বোমাটি রাখা হয়েছিল, সেটি তার আস্তানায় তৈরি করে তার এক সহযোগীর মাধ্যমে নারায়ণগঞ্জে নিয়ে এসেছিল।

তিনি জানান, মো. কাউসার হোসেন ওরফে মেজর ওসামা জানায়— তিনি দীর্ঘদিন থেকে নব্য জেএমবি’র সামরিক শাখার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি সংগঠনের সামরিক শাখার অন্যান্য সদস্যদের সঙ্গে অনলাইনে ও অফলাইনে যোগাযোগ রক্ষা করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন। বাংলাদেশের নব্য জেএমবির আমীর মাহাদী হাসান ওরফে আবু আব্বাস আল বাঙ্গালীর সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন।

বিজ্ঞাপন

গ্রেফতার জঙ্গিদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল— এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, আপনারা জানেন ঈদের পর পর গত ১৭ মে তারা পুলিশ বক্সে বোমা রেখে এসেছিল। এ ধরনের বিস্ফোরকের মাধ্যমে তাদের টার্গেটে হামলা করাই ‌তাদের লক্ষ্য ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তাদের অন্যতম টার্গেট।

গ্রেফতার দুই জঙ্গি বিভিন্ন গ্রুপের, তাদের মধ্যে কোনো যোগসাজশ ছিল কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতার জঙ্গিরা স্লিপার সেল হিসেবে কাজ করে আসছে। তাদের আমিরের নির্দেশে আলাদা আলাদাভাবে কাজ করতো। তারা তথাকথিত আমিরের নির্দেশে কাজ করতো। তাদের মধ্যে আপাতত কোনো যোগসাজশ আমরা লক্ষ্য করেনি। তবে আমাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

গ্রেফতার একজন হচ্ছে মেজর ও অন্যজন ক্যাপ্টেন। তারা কি সামরিক বাহিনীতে ছিল কি না— এমন প্রশ্নের জবাবে বলেন, এটা তাদের সাংগঠিক নাম। তাদের সংগঠনের সামরিক শাখা রয়েছে সেটির সদস্য তারা।

এরা কত দিন এক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত জানতে চাইলে তিনি বলেন, তারা গত ১৫ মে একটি হামলার চেষ্টা করেছে। গতকাল তাদের আমরা গ্রেফতার করি। গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। আজকের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেছি। আবেদন মঞ্জুর হলে এ বিষয়ে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। দুই জঙ্গিকে ১০ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ভারতের কলকাতা পুলিশ তিনজনকে আটক করেছে। কলকাতা পুলিশ বলেছে, কলকাতায় বসে তারা বাংলাদেশ জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে।

কলকাতা পুলিশ বাংলাদেশ পুলিশের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে। কলকাতায় গ্রেফতার হওয়া তিন বাংলাদেশির নাম পরিচয় সিটিটিসি জানে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের পুলিশের তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে— এমন তথ্য আমাদের জানা নাই। তবে আমরা আটকের তথ্য পেয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করব।

তথাকথিত আমিরের নাম কি— জানতে চাইলে তিনি বলেন, তথাকথিত আমিরের নাম মাহাদী হাসান জন ওরফে আবু আব্বাস। তাকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এর আগে রোববার বিকেলে যাত্রাবাড়ি থেকে আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার এবং রাতে কেরানীগঞ্জ থেকে কাউসার হোসেন ওরফে মেজর ওসামাকে গ্রেফতার করে সিটিটিসি।

গত ১৭ মে নারায়ণগঞ্জের সাইনবোর্ড সংলগ্ন পুলিশ বক্সে বোমা ফেলে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এই বোমার তদন্ত করতে গিয়ে রোববার বিকেলে ও রাতে দুজনকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল একশন গ্রুপ। তাদের দেওয়া তথ্য মতে গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দর থানায় অভিযান চালিয়ে আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং তিনটি আইইডি নিষ্ক্রিয় করা হয়।

সারাবাংলা/ইউজে/এনএস

দুই জঙ্গি স্লিপার সেলের সদস্য না.গঞ্জের আস্তানায় গ্রেফতার সিটিটিসির অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর