হাসেম ফুডস কারখানায় আগুন: মরদেহ শনাক্তে স্বজনের ডিএনএ সংগ্রহ
১২ জুলাই ২০২১ ১৬:৪৯
ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ ৪৮ জনের মরদেহ শনাক্তে তাদের ৬৬ স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া সোমবার (১২ জুলাই) মালিবাগ সিআইডির ফরেনসিক ল্যাবে থাকা বাকি তিন মরদেহের স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়।
সিআইডি ল্যাবের ডিএনএ পরীক্ষক দীপঙ্কর দত্ত বলেন, সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে নমুনা সংগ্রহের জন্য অস্থায়ী বুথটি গুছিয়ে নিয়ে আসা হয়েছে। এসময় ঢাকা মেডিকেল মর্গে পরবর্তীতে যোগযোগ করার জন্য মোবাইল নম্বরসহ একটি নোটিশ দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাকি থাকা তিন মরদেহের জন্য পরিবারের পক্ষ থেকে মালিবাগ ল্যাবে এসে নমুনা দিয়েছে। নোয়াখালীর হাতিয়া থেকে তিন পরিবার এসেছিল। অগ্নিকাণ্ডে নিহত আয়াত হোসেনের জন্য এসেছিলেন বাবা এনায়েত হোসেন। মৃত রাশেদের জন্য এসেছিলেন বাবা আবুল কাশেম। মৃত তারেক জিয়ার জন্য এসেছিলেন বাবা আবুল বাশার।
সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, ৪৮ জনের মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য ৬৮ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপরও নিহত বা নিখোঁজ কারও দাবিদার আসলে তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।
রুমানা আক্তার বলেন, সিআইডির ফরেনসিক ডিএনএর সদস্যরা শুক্রবার থেকে তিনদিন ঢামেক মর্গ থেকে মরদেহের স্বজনদের নমুনা সংগ্রহ করেছে। গতকাল রাত ৮টা পর্যন্ত ঢামেক মর্গ থেকে ৪৫ মরদহের ৬৩ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং মর্গে কয়েক জায়গায় নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী যোগাযোগের জন্য নোটিশে দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো- ০১৬৭৩০১৬৯৭৩, ০১৭২৮২৫৬৬২৩)
এর আগে গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ৪৮টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেক ফরেনসিক বিভাগ। ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বলেছিলেন, ৪৮টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মরদেহ পোড়া ছিল। এদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি। কয়েকটি লাশ এতটাই পোড়া ছিল ছেলে না মেয়ে বোঝা যায়নি। তবে আমরাও লাশগুলো থেকে ডিএনএ নমুনার জন্য হাড় সংগ্রহ করেছি।
মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে রুপগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সালেহ উদ্দিন আহমেদ বলেছিলেন, ৪৮ মরদেহের সুরতহাল করেছি। আমরা ৪৮টা ব্যাগে মৃতদেহ পেয়েছি এবং সুরতহালও ৪৮ মরদেহের করা হয়েছে। একটি ব্যাগে দুইটি খণ্ড থাকলেও একটি সুরতহাল করা হয়েছে। যদি ডিএনএ টেষ্টে আলাদ দুইটি ডেডবডি হয় পরবর্তীতে আলাদা সুরতহাল করা হবে।
এদিকে ঢাকা মেডিকেলে মর্চুয়ারি সংকট হওয়ায় নারায়ণগঞ্জে দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৪৮টি মরদেহ ৩ ভাগে সংরক্ষণ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ১৫টি মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর ৮টি মরদেহ রাখা হবে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্চুয়ারিতে। বাকি ২৫টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ