Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদকে সামনে রেখে চলবে গণপরিবহন, খুলবে শপিং মল

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ১৬:০১ | আপডেট: ১২ জুলাই ২০২১ ১৯:০৩

ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই মারা যাচ্ছেন ২ শতাধিক করোনা আক্রান্ত ব্যক্তি। এরমধ্যেও কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট এবং মানুষের স্বাভাবিক চলাচলের বিষয় বিবেচনায় নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল করার চিন্তা করছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আটদিনের জন্য বিধিনিষেধ শিথিল হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট-শপিং মল। তবে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে জানা গেছে, বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছেন। সেই নথি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি মিললেই যেকোনো সময় জারি হবে প্রজ্ঞাপন।

বর্ধিত সময় অনুযায়ী ১৫ জুলাই ভোর ছয়টা থেকে ২৩ জুলাই ভোর ছয়টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। তবে ঈদের পর আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধে যাবে দেশ।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যা শেষ হচ্ছে ১৪ জুলাই মধ্য রাতে।

সারাবাংলা/জেআর/এএম

গণপরিবহন শপিং মল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর