করোনা বিধিনিষেধ: জমায়েত সরাতে গিয়ে হামলার শিকার পুলিশ
১২ জুলাই ২০২১ ১৩:২৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে করোনার বিধিনিষেধের মধ্যে জটলা সরাতে গিয়ে একদল বস্তিবাসীর হামলার শিকার হয়েছে পুলিশ। এতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ জুলাই) রাতে নগরীর চান্দগাঁও থানার জানে আলী হাট রেলস্টেশন সংলগ্ন রেলবস্তির সামনে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত ১৫ জন হলেন- রবিউল আলম (২৭), মো. আনিস (২৭), মো. মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), খোকন (৪২), মো. ফারুক (৩৩), মো. ভুট্টু (৩৭), ফারুক (৪১), রায়হান (২০), বাদশা (৩২), বশির (৫৩), ইমন (১৯) এবং লিমন (২০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গত (রোববার) রাত সাড়ে আটটার দিকে টহল টিম দেখতে পায়, জানে আলী হাট রেলবস্তির সামনে কয়েক’শ লোক জড়ো হয়েছে। তারা নিজেদের মধ্যে ঝগড়া করছেন। আবার কিছুক্ষণ পরপর মারামারিতেও লিপ্ত হচ্ছেন। এ সময় পুলিশ হ্যান্ডমাইকে করোনার বিধিনিষেধে জমায়েত নিষিদ্ধের কথা উল্লেখ করে তাদের বাসায় চলে যেতে নির্দেশ দেয়। হঠাৎ তারা উত্তেজিত হয়ে অতর্কিতে পুলিশের ওপর আক্রমণ শুরু করে। খবর পেয়ে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ১৫ জনকে গ্রেফতার করে।’
হামলায় চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আলমের মাথা ফেটে গেছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।
এ ঘটনায় সংক্রমণ প্রতিরোধ আইন ও পুলিশকে সরকারি কর্তব্যকাজে বাধাদান ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এএম