Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা কর্মীকে পেটালেন চবি ছাত্রলীগ নেতা

চবি করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ১২:২৪ | আপডেট: ১২ জুলাই ২০২১ ১৫:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নাম্বার ফটক বন্ধ রাখায় কর্তব্যরত নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাছির ও তার অনুসারীদের বিরুদ্ধে।

রোববার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নিরাপত্তাকর্মী শাহাদাৎ হোসেন বলেন, চলমান লকডাউন চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন চলাচল সীমিত করতে দুই নম্বর গেট বন্ধ রেখেছে। নিয়ম মেনে আমি দায়িত্ব পালন করছি। রাতে সুমন নাছিরসহ তার অনুসারীরা গেট খুলতে বলেন। গেট বন্ধ রাখায় তারা আমাকে গালিগালাজ ও বেধড়ক মারধর করে। আমি মাথা ও বুকে প্রচণ্ড আঘাত পেয়েছি।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাছির বলেন, আমরা তাকে মারধর করিনি। গেটের চাবি চাইলে আমাদের গালাগাল করে। পরে জানতে পারি যে সে মানসিক ভারসাম্যহীন। তাই আমরা চলে এসেছি।

চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক আতাউল গনি বলেন, ভুক্তভোগী মাথায় ও বুকে আঘাত পেয়েছে। কয়েকটি পরীক্ষা দিয়েছি। ফলাফল আসলে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে জানতে চবি প্রক্টর রবিউল অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়াঁ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/সিসি/এএম

চট্টগ্রাম ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর