গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঢাকার ২ গরু ব্যবসায়ী নিহত
১২ জুলাই ২০২১ ১১:২২ | আপডেট: ১২ জুলাই ২০২১ ১৫:২৭
গাইবান্ধা: ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চারজন। নিহতরা হলেন- আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন। তাদের বাড়ি ঢাকার সাভারে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, সোমবার (১২ জুলাই) সকাল সাতটার দিকে ছয়জনের একটি গরু ব্যবসায়ীর দল সাভার থেকে পিকআপ ভ্যান যোগে রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা গরু ব্যবসায়ীরা রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এরমধ্যে দ্রুতগামী অপর একটি ট্রাক আহতদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ময়েজ উদ্দিন মারা যান।
গুরুতর আহত অবস্থায় ফয়সাল, শুক্কুর হক, তারা মিয়া, আব্দুল কুদ্দুস ও মিজানকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আব্দুল কুদ্দুস নামে অপরজন মারা যান। আহত অবস্থায় অপর চারজনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
আহত ও নিহতরা সবাই গরু ব্যবসায়ী এবং তাদের সকলের বাড়ি ঢাকার সাভারে বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এস আই ফজলু।
সারাবাংলা/এএম