Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ সপ্তাহে করোনা নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি করুণ হবে

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ০০:৩১ | আপডেট: ১২ জুলাই ২০২১ ১১:০০

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছেই। যদি সংক্রমণ শনাক্তের হার এভাবে বাড়তে থাকে এবং আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না যায় তবে পরিস্থিতি করুণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ আশঙ্কার কথা জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

বিজ্ঞাপন

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, জরুরি প্রয়োজন ছাড়াও অনেকে বাইরে বের হচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমরা করোনা নিয়ন্ত্রণ করতে না পারি, পরিস্থিতি অত্যন্ত করুণ হয়ে যাবে। আর তাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সবাইকে বিপদে পড়তে হবে।’

তিনি বলেন, ‘কোভিড-১৯-এর যে ভ্যারিয়েন্ট অব কনসার্ন আছে তার মাধ্যমে মৃত্যু শুধু বয়স্ক মানুষের হচ্ছে না, তরুণদেরও হচ্ছে। বিভাগ অনুযায়ী বিভিন্ন স্থানে আমরা দেখেছি, সব জেলাতেই কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে এবং সংক্রমণ ক্রমাগত বাড়ছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।’

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনা টপ নিউজ নিয়ন্ত্রণ

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর