যুবদল নেতার বাসায় চুরি, সিসি ক্যামেরা ধরিয়ে দিল ২ জনকে
১১ জুলাই ২০২১ ২২:০৩ | আপডেট: ১১ জুলাই ২০২১ ২২:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির বাসায় চুরির অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা নগরীর বিভিন্ন এলাকায় ও ভবনের আশপাশে ভাসমানভাবে ঘোরাফেরা করেন। কোনো বাসার দরজা খোলা পেলেই দ্রুত ঢুকে মোবাইলসহ দামি জিনিসপত্র নিয়ে কয়েক মিনিটের মধ্যে পালিয়ে যান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দু’জনকে শনাক্ত করা হয় এবং পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
শনিবার (১০ জুলাই) সকালে নগরীর আকবর শাহ থানার আকবর শাহ মাজার আবাসিক এলাকার এক নম্বর সড়কে মোশাররফ হোসেন দীপ্তির বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী নিহার সুলতানা বাদি হয়ে মামলা দায়ের করেন।
রাতে নগরীর খুলশী থানার টিকেট প্রিন্টিং কলোনি এলাকায় রেলওয়ে নিরাপত্তা বিভাগের রুবেল শেখের ভাড়াঘর থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
গ্রেফতার দু’জন হলেন— রিনকী বেগম (২৬) ও পাখি আক্তার (১৯)। তাদের কাছ থেকে চুরি করা একটি মোবাইল ও দুইটি ট্যাব উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
ওসি জহির হোসেন সারাবাংলাকে বলেন, ‘চুরির অভিযোগ পাওয়ার পর আমরা এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করি। সেখানে দেখা যায়, দুই নারী ভোর সাড়ে ৬টার দিকে ওই এলাকায় সড়কে ঘোরাফেরা করছেন। এক নারীর কোলে তার শিশুসন্তানও ছিল। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তাদের ওই ভবনের সামনে থেকে বের হয়ে আসতে দেখা গেছে। দরজা খোলা অবস্থায় থাকা ওই বাসায় ঢুকে তারা দ্রুততার সঙ্গে একটি মোবাইল ফোন, দুইটি ট্যাব ও একটি ল্যাপটপ নিয়ে এলাকা ত্যাগ করেন। ফুটেজে তাদের চেহারা চিহ্নিত করার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করা হয়। এরপর তাদের গ্রেফতার করা হয়েছে।’
‘চুরি করা মোবাইল, ট্যাব ও ল্যাপটপ জনৈক মাসুদের কাছে তারা মাত্র ১২ হাজার টাকায় বিক্রি করে দেন। মাসুদ প্রথমে ল্যাপটপটি তাদের কাছ থেকে নেন এবং অনলাইনে বিজ্ঞাপন দিয়ে সেটি বিক্রি করে দেন। এসএ পরিবহনের মাধ্যমে সেটি চুয়াডাঙ্গায় পাঠানো হয়। আমরা ল্যাপটপটি ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছি। একইসঙ্গে মাসুদকে গ্রেফতারেও অভিযান চলছে,’— বলেন ওসি জহির।
তিনি আরও জানান, গ্রেফতার দু’জন পেশাদার চোর। তারা নির্জন আবাসিক এলাকায় বিভিন্ন ভবনের আশপাশে ঘোরাফেরা করেন। মাঝে মাঝে ভবনেও উঠে পড়েন। কোলে বাচ্চা দেখলে অনেকেই সন্দেহ করে না। সেই সুযোগে তারা কোনো বাসার দরজা খোলা পেলেই ভেতরে ঢুকে সামনে মূল্যবান জিনিসপত্র পেলে সেগুলো নিয়ে দ্রুত পালিয়ে যান।
সারাবাংলা/আরডি/টিআর