Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহির্বিশ্বে দেশি বিনিয়োগ নীতিমালার খসড়া চূড়ান্ত শিগগিরই

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ২১:০৩ | আপডেট: ১১ জুলাই ২০২১ ২২:২৪

ঢাকা: অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ এখন বহির্বিশ্বে বিনিয়োগের কথা ভাবছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এ বিষয়ক নীতিমালা প্রণয়ন সময়ের দাবি বলে মন্তব্য তার। তার মন্তব্যের পর বেসরকারি বিনিয়োগ কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, এরই মধ্যে এ নীতিমালার খসড়া করা হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

রোববার (১১ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিডা আয়োজিত ‘বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালা’ বিষয়ক এক কর্মশালায় এ আলোচনা হয়। বিডা‘র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন। সভায় বিডা মহাপরিচালক শাহ্‌ মোহম্মদ মাহাবুব ১৩ অনুচ্ছেদের ‘বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার খসড়া’টি উপস্থাপন করেন।

কর্মশালায় সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত এক দশকে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিক ভাবে বেড়েছে। তাই এখন আমরা বহির্বিশ্বে বিনিয়োগের কথা ভাবছি, যা ১০ বছর আগেও ছিল কল্পনার বাইরে। তাই বহির্বিশ্বে বিনিয়োগের নীতিমালা প্রণয়ন করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, এক্ষেত্রে আগে আমাদের খাতগুলো চিহ্নিত করতে হবে। সেইসঙ্গে আমাদের এমনভাবে নীতিমালা প্রণয়ন করতে হবে যেন কোনোভাবেই মানি লন্ডারিং লিকেজ ইস্যু না থাকে।

কর্মশালায় বিডা‘র নির্বাহী চেয়ারম্যান বলেন, বিডার গভর্নিং বোর্ডের প্রথম সভাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই নীতিমালা তৈরির কথা বলা হয়েছিল। পরে দ্বিতীয় গভর্নিং বোর্ড সভায় বিডাকে এর খসড়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

সিরাজুল ইসলাম বলেন, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আমরা ১৩ অনুচ্ছেদের একটি খসড়া প্রস্তুত করেছি। পরে তা বিভিন্ন অংশীজনদের পাঠানো হয়েছে। তাদের কাছে মতামত চাওয়া হয়েছে। এতে অনেক খাত চিহ্নিত করাসহ বিভিন্ন সংযোজন-বিয়োজন করা হবে।

তিনি বলেন, উন্নত বাংলাদেশের স্বপ্নযাত্রার কথা মাথায় রেখে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে শিগগিরই বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার চূড়ান্ত খসড়া তৈরি করা হবে।

বিজ্ঞাপন

কর্মশালায় চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ বহির্বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কৃষি ও কৃষি উৎপাদন বিষয়ক বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি ও কৃষিজাত পণ্যে অনেক বাংলাদেশি ব্যাবসায়ী, শ্রমিক, উদ্যোক্তা যুক্ত আছেন। তাদের মাধ্যমে সহজেই এসব দেশে বিনিয়োগ করা যেতে পারে।

কর্মশালায় সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ মধ্যপ্রাচ্যে মাঝারি ও ছোট ছোট বিনিয়োগের ফ্যাসিলিটির কথা তুলে ধরেন। বিডা’র উপপরিচালক নুসরাত জাহানের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিডার নির্বাহী সদস্য মহাসিনা ইয়াসমিন।

ওয়েবিনারে বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠান, চেম্বারস অব কমার্সের প্রায় একশ প্রতিনিধি ছয়টি গ্রুপে বহির্বিশ্বে বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে মতামত দেন।

সারাবাংলা/জিএস/টিআর

বহির্বিশ্বে বিনিয়োগ বিডা সালমান এফ রহমান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর