Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রপথে অবৈধ বিদেশ যাওয়া রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ২০:৪৫

ঢাকা: সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাওয়া রোধে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (১১ জুলাই) একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কমিটি ইথিওপিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের ফেরত আনার পাশাপাশি লেবানন ও ইতালির মিলানে অবস্থিত শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে।

বিজ্ঞাপন

মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত এবং নিজাম উদ্দিন জলিল অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে ভ্যাক্সিন ডিপ্লোম্যাসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা, কোভিডকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা দেওয়া নিয়ে পর্যালোচনা হয়। এছাড়া বাংলাদেশে অবস্থিত ব্রুনাই দূতাবাসের জমি প্রাপ্তি নিয়ে আলোচনা এবং মরক্কো ও দক্ষিণ কোরিয়ায় নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা নিয়ে কমিটিতে বিশদ আলোচনা হয়।

বৈঠকে মরক্কো এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং মরক্কোর দেওয়া শিক্ষাবিষয়ক বৃত্তিতে যেন মাদরাসা শিক্ষার্থীরা সুযোগ গ্রহণ করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রুনাই দূতাবাসের অনুকূলে জমি বরাদ্দের সর্বশেষ অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট দূতাবাসকে অবহিত করার ব্যাপারেও কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মরক্কো ও দক্ষিণ কোরিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

অবৈধ বিদেশ যাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রপথ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর