Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০০ শিক্ষার্থীকে সাংবাদিকতার প্রশিক্ষণ দিল সতিকসাস

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ১৯:০৬

ঢাকা: সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) মৌলিক সাংবাদিকতা ও শুদ্ধ উপস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী শিক্ষার্থীদের ভার্চুয়ালি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শেষ করেছে। দুই দিনব্যাপী এ কর্মশালায় তিতুমীর কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশের খ্যাতিমান পাঁচজন সাংবাদিক।

দুই দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির। গত শুক্রবার (৯ জুলাই) ও শনিবার (১০ জুলাই) এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উক্ত কর্মশালায় প্রথম দিনে প্রশিক্ষণ দেন সময়ের আলোর নির্বাহী সম্পাদক ও ডয়েচে ভেলের বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানী অনুষ্ঠান তালাশের সাবেক উপস্থাপক মুনজুরুল করিম, দৈনিক কালের কণ্ঠের সাবেক ক্রীড়া সাংবাদিক ও ‘নট আউট নোমান’র প্রতিষ্ঠাতা নোমান মোহাম্মদ। কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন— সময় টিভির সাবেক বার্তা প্রধান, লেখক ও সাংবাদিক তুষার আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপার্সন তওহিদা জাহান, চ্যানেল আই ও রেডিও ভূমির সিনিয়র নিউজ প্রেজেন্টার হৃদিতা রেজা।

প্রশিক্ষণ কর্মশালায় ই-জার্নালিজমের ওপর ক্লাস নেন সময়ের আলোর নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ স্বপন। তিনি বলেন, এখন সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার যুগ চলছে। ই-সাংবাদিকতার কনসেপ্টটাই দারুণ। এটা নিয়ে এগোতে হবে তরুণদের।

এছাড়াও ভার্চুয়াল এ কর্মশালায় উপস্থিত ছিলেন- তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা, তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এস এম কামাল উদ্দিন হায়দার, এশিয়ান টেলিভিশনের হেড অব প্রডিউসার রফিকুল ইসলাম রলি ও যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েলসহ তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা।

বিজ্ঞাপন

দুই দিনব্যাপী কর্মশালা শেষ করে এক প্রশিক্ষণার্থী শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে দুদিন ব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। এজন্য সতিকসাস’র প্রতি আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ এই দুইদিনই প্রশিক্ষণ চলার পুরোটা সময়ই মনোযোগ দিয়ে প্রশিক্ষকদের কথা শুনেছি। প্রতিটি প্রশিক্ষকই খুবই আন্তরিকভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। তাদের কথাগুলোর সাংবাদিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মশালাটি পরববর্তীতে সাংবাদিকতা জীবনের প্রতিটি পর্যায়ে সফল হতে আমাকে সাহায্য করবে।

আরেক শিক্ষার্থী তাসমিনা রহমান মিতু বলেন, আমি কোনো দিন ভাবিনি, এমন প্রোগ্রামে আমি থাকতে পারব। অনেক সুন্দর প্রোগ্রাম ছিল। যাদের সবসময় টেলিভিশনে দেখেছি, তাদের এভাবে সরাসরি দেখে খুবই আনন্দিত। তারা সকলেই খুব সুন্দর ও সাবলীলভাবে আমাদেরকে অনেক অজানা তথ্য জানতে সাহায্য করেছেন।

সারাবাংলা/এনএস

৪০০ শিক্ষার্থী সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা