Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধার শোধ না করায় জাদুর কৌশল শেখানোর কথা বলে ২ শ্রমিককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ১৭:০৮

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরে পাওনা মাত্র আড়াই হাজার টাকা না দেওয়ায় দুই বেকারি কারখানার শ্রমিককে হত্যা করা হয়েছে। জাদুর কৌশল শেখানোর কথা বলে ওই দুই শ্রমিককে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের মূলহোতা রাসেল প্রধানকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, কালিয়াকৈরের চন্দ্রা থেকে মামলার অপর আসামি সৈকতকে গ্রেফতার করা হয়। নিহত মাহমুদুল হাসান ও রাকিব হাসান নগরীর কোনাবাড়ি এলাকায় একটি বেকারি কারখানায় কাজ করতেন।

বিজ্ঞাপন

রোববার (১১ জুলাই) সকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসান এসব তথ্য জানান। তিনি আরও জানান, গত বুধবার রাতে নগরীর বাঘিয়া বিল থেকে অর্ধগলিত দুই মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলকে তথ্যপ্রযুক্তির আওতায় এনে নিহতদের মোবাইল ফোন ট্যাগ করা হয়।

পরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে খাবার হোটেলের মালিক সৈকতের কাছ থেকে নিহতদের ফোন উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরে হত্যাকাণ্ডের মূলহোতা রাসেল প্রধানকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিহতদের পরিচয় মিলে।

পরে রাসেল জানায়, মাহমুদুল ও রকিব হাসানকে আড়াই হাজার টাকা ধার দিয়েছিল সে। পরে পাওনা টাকা না দেওয়ার বিরোধ নিয়ে তাদের জাদুর কৌশল শেখাতে নিয়ে গিয়ে হত্যা করেছে সে।

সারাবাংলা/এমও

খুন জাদুর কৌশল