Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ১৬:৫৮

প্রতীকী ছবি

নওগাঁ: জেলা শহরের চকমুক্তার এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম রবিন হোসেন (২৯)। রোববার (১১ জুলাই) দুপুরে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রবিন সদর উপজেলার কুশাডাঙ্গা গ্ৰামের আতাউর রহমানের ছেলে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত রবিন আল আরাফা ইসলামী ব্যাংকিং মোবাইল শাখায় চাকরি করতেন। সেই সূত্রে শহরের চকমুক্তার এলাকায় একটি ভাড়া বাসায় বাস করতেন তিনি। আজ (রোববার) বেলা ১১টায় তার নিজ ঘরেই রবিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। পরে খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি জুয়েল।

সারাবাংলা/এনএস

নওগাঁ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার