ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক
১১ জুলাই ২০২১ ১৬:৪৭ | আপডেট: ১১ জুলাই ২০২১ ২১:১২
ঢাকা: জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে শিশু, মহিলা ও পুরুষসহ ১৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পুলিশ।
রোববার (১১ জুলাই) সকালে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন ডাবরখালী বঙ্গবন্ধু ইকোনমিক জোন থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান শিশু, নারী ও পুরুষ মিলে ১৫/২০ জন রোহিঙ্গা নাগরিক ভাসানচর থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছে।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি জোরারগঞ্জ থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
আটকের হলেন মো. আলী উল্লাহ, নাজমা বেগম, আবদুর রশিদ, আবদুল মজিদ, সামিরা, মনছুর আলম, জমিলা বেগম, মর্জিনা আক্তার, রোকেয়া আক্তার, আসমিদা, উম্মে হাবীবা, জাহিদ হোসেন।
আটক হওয়া অপ্রাপ্তবয়স্ক শিশুরা হলো সামসুন্নাহার, ইমরান খান, হামিদা বেগম, মোশারাফা বেগম, সামিয়া বেগম, রিনা, আবদুর রহমান।
জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখান থেকে সাত জন শিশু, সাত জন নারী ও চার জন পুরুষসহ ১৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে থানায় আনা হয়েছে। থানায় এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।’
পুলিশের এ কর্মকর্তা জানান জানান, রোহিঙ্গারা ভাসানচর থেকে সাগরপথে মাছ ধরার ট্রলার যোগে পালিয়ে মিরসরাই উপকূলে এসে নামে। তারপর তারা জোরারগঞ্জ আসে। প্রাথমিকভাবে জানা যায়, তাদের গন্তব্য ছিল কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা শিবির।
সারাবাংলা/আরডি/একে