চট্টগ্রামে পৌঁছাল মডার্নার ভ্যাকসিন
১১ জুলাই ২০২১ ১৬:০৭
চট্টগ্রাম ব্যুরো: প্রথমবারের মতো চট্টগ্রামে পৌঁছেছে মার্কিন প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন। একইসঙ্গে দ্বিতীয় দফায় চীনের সিনোফার্মের ভ্যাকসিনও পৌঁছেছে। দু’টি মিলিয়ে মোট এক লাখ ৮৪ হাজার ভ্যাকসিন গেল চট্টগ্রামে।
এ নিয়ে চার দফায় চট্টগ্রামে মোট ১০ লাখ ৩৭ হাজার ২০০ ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছায়। রোববার (১১ জুলাই) সকাল সাতটার দিকে ঢাকা থেকে আসা টিকাগুলো চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি নিজ দফতরে গ্রহণ করেন। এ সময় ভ্যাকসিন গ্রহণকারী দলের সদস্য হিসেবে সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভ্যাকসিনগুলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসে। এরপর সেগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে ২ থেকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয়।
সংশ্লিষ্টরা জানান, ২২ কার্টনে মডার্নার ভ্যাকসিন এসেছে ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ। প্রতি কার্টনে আছে ৪০০ ভায়াল, প্রতি ভায়ালে ১০ ডোজ।
অন্যদিকে সিনোফার্মের ভ্যাকসিন এসেছে ৯৮ কার্টনে ৭৮ হাজার ৪০০ ডোজ। প্রতি কার্টনে ৪০০ ভায়াল এবং প্রতি ভায়ালে দুই ডোজ।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি সারাবাংলাকে বলেন, ‘এই প্রথমবার আমরা মডার্নার ভ্যাকসিন পেয়েছি। সেগুলো মহানগরীর ৯টি কেন্দ্রে দেওয়া হবে। সিনোফার্মের ভ্যাকসিগুলো উপজেলা পর্যায়ে নিবন্ধিতদের দেওয়া হবে। মডার্নার ভ্যাকসিনের জন্য মহানগরীর ৯টি কেন্দ্রে নিবন্ধন চলছে। আগামী মঙ্গলবার থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরুর চিন্তা আমাদের আছে।’
তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে নিবন্ধনকারীদের মধ্যে যারা সিনোফার্মের ভ্যাকসিন পাননি, তাদের সোমবারের মধ্যে ভ্যাকসিন দিয়ে প্রথম ডোজের কার্যক্রম বন্ধ করা হবে। তবে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে সিনোফার্মের ভ্যাকসিন প্রদান চলবে।
মডার্নার ভ্যাকসিন জন্য ৩৫ বছরের বেশি বয়সীদের জন্য যে ৯টি কেন্দ্রে নিবন্ধন চলছে, সেগুলো হল— চমেক হাসপাতাল, চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), মোস্তফা হাকিম মেটারনিটি হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, সাফা-মাতালব মেটারনিটি হাসপাতাল, বন্দরটিলা মেটারনিটি হাসপাতাল, বিএনএস পতেঙ্গা ও চট্টগ্রাম বিএএফ জহুর মেডিকেল।
এর আগে, গত ৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম দফায় ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছায়। দ্বিতীয় দফায় ৯ এপ্রিল এসে পৌঁছে তিন লাখ ছয় হাজার ডোজ। তবে সেই ভ্যাকসিনগুলো ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি। গত ১৮ জুন প্রথম চীনের সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন চট্টগ্রামে পৌঁছে।
চট্টগ্রামে গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। তবে অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিন আসা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দেড় লাখ মানুষ নিবন্ধনের পরও দ্বিতীয় ডোজ দিতে পারেননি।
সারাবাংলা/আরডি/এনএস