Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জ অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি স্কপের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ০০:১৪ | আপডেট: ১১ জুলাই ২০২১ ০০:১৫

ঢাকা: সজীব গ্রুপের মালিকানাধীন হসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জন শ্রমিক নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার এবং নিহত শ্রমিকদের পরিবারপ্রতি আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ নিশ্চিত, আহত শ্রমিকদের চিকিৎসা-ক্ষতিপূরণ-পুনর্বাসন ও শ্রম আইনের ক্ষতিপূরণ সংক্রান্ত ধারাগুলো সংশোধন করার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বিজ্ঞাপন

শনিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে নেতারা এই দাবি জানান।

স্কপের নেতারা বলেন, সজীব গ্রুপের মালিকানাধীন ওয়েবসাইটে দেওয়া আছে কোম্পানিটি ৩০ বছর ধরে ব্যবসা করছে। কোম্পানিটি এশিয়া, আফ্রিকা, পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রফতানি করে। অগ্নিকাণ্ডের পর জানা যায়, ছয় তলা কারখানা ভবনের কোনো ফ্লোরে অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই। অগ্নিকাণ্ডের সময় চতুর্থ তলার জরুরি নির্গমণ পথটি ছিল তালাবদ্ধ। নিহত শ্রমিকদের অধিকাংশই শিশু শ্রমিক। আইন অনুযায়ী কারখানার প্রতিটি ফ্লোরেই জরুরি নির্গমন রাস্তা, অগ্নিনির্বাপনের ব্যবস্থা এবং উৎপাদনের সময় প্রতিটি গেট খোলা থাকার কথা। কিন্তু আইন লঙ্ঘন এবং অব্যবস্থপনার কারণেই এত শ্রমিককে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে। ফলে অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক মারা গেঠে। এটা কোনো দুর্ঘটনা ণয়। এটা অবহেলাজনিত এবং কাঠামোগত হত্যাকাণ্ড।

নেতারা শ্রমিকদের জন্য তাৎক্ষণিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা এবং যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়ে বলেন, শিল্প দুর্ঘটনা বন্ধ করতেই শ্রম আইনের ১৫১ নম্বর ধারা এবং পঞ্চম তফসিলকে আইএলও কনভেনশন ১২১ অনুসারে সংশোধন করতে হবে।

স্কপের যুগ্ম সমন্বয়ক নুর কুতুব মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন অপর যুগ্ম সমন্বয়ক সহীদুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, সাকিল আক্তার চৌধুরী, খলিলুর রহমান, আহসান হাবিব বুলবুল, ফিরোজ হোসেন, রফিকুল ইসলাম, খালেকুজ্জামান লিপন, সরদার খোরশেদ, প্রকাশ দত্ত প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

স্কপ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর