ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে আলোচিত যত ট্রল
১১ জুলাই ২০২১ ০০:০৬ | আপডেট: ১১ জুলাই ২০২১ ০০:৪১
সিটিজেন জার্নালিজমের যুগে মতামত, আলোচনা, বিশ্লেষণ, অভিযোগ— সবকিছুর কমন প্ল্যাটফর্ম যেমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, তেমনি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তাপেও টগবগ করে ফুটছে জুকারবার্গের এই প্ল্যাটফর্ম। সেখানে খেলোয়াড়, খেলার ধরন নিয়ে যেমন চলছে বিশ্লেষণ, তেমনি চলছে প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে যৌক্তিক-অযৌক্তিক বাহাস। একইসঙ্গে ট্রল আর মিমেও ভয়ে উঠছে ফেসবুকের নিউজফিড।
আলোচনা-সমালোচনা ছাড়িয়ে ট্রল আর স্ট্যাটাসে ফেসবুকই যেন রণক্ষেত্র। কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই যে ‘যুদ্ধ’ শুরু, ফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নিয়ে তা এখন রীতিমতো পরিণত হয়েছে ‘মহাযুদ্ধে’। কেউ নিজ সমর্থনের দলের সুখ্যাতি নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, কেউ বা প্রতিপক্ষকে আক্রমণ করে। এই স্ট্যাটাস যুদ্ধে হারতে নারাজ দুই দলের সমর্থকরাই। আরে তাতে প্রধান অস্ত্র যেন, ট্রল আর মিম।
বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত বিজ্ঞাপন ‘দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার’। ব্রাজিল সমর্থকরা সেই সুর ধরে আর্জেন্টিনার নাম দিয়েছে ‘কাকলি টিম’। ভালো ফুটবল খেলার পরও বিশ্বকাপ জয়ে ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকা এবং গত প্রায় তিন দশক শিরোপাবঞ্চিত থাকার কারণেই আর্জেন্টিনাকে নিয়ে ব্রাজিল সমর্থকদের এই ট্রল এই আসরের আলোচিত।
কম যান না আর্জেন্টিনার সমর্থকরাও। কাকলি ফার্নিচারের বিজ্ঞাপনকে হাতিয়ার করেছেন তারাও। ব্রাজিলের তারকা প্লেয়ার নেইমারকে ‘কাকলি ফুটবলার’ নাম দিয়ে ট্রল করছেন তারা। আর্জেন্টিনার সমর্থকদের স্লোগান— ‘ব্রাজিল খেলে কম, অভিনয় বেশি, কাকলি ফুটবল টিম’।
খেলোয়াড় এবং খেলার বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে মিম বানিয়ে ফেসবুকে ট্রল তো আছেই।
এবারের কোপা আমেরিকা মৌসুমে আরেকটি আলোচিত ট্রল হচ্ছে- বিখ্যাত ‘বিধি তুমি বলে দাও আমি কার/ দুটি মানুষ একটি মনের দাবিদার’ গান নিয়ে।
গানে নায়ক আমিন খানকে আর্জেন্টিনা, শাকিব খানকে ব্রাজিল এবং নায়িকা শাবনূরকে তুলনা করা হয়েছে ট্রফি হিসেবে। গানে আর্জেন্টিনা হিসেবে নায়ক আমিন খান শাবনুরকে বলছেন, ‘আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেবো তুমি যদি আমারি না হও।’ এরপর আবার শাকিব খান ব্রাজিল হিসেবে বলছেন, ‘তুমি বিশ্বাস ঘাতকতা করো না প্রিয়া আমি ছাড়া তুমি কারও নও।’ এরপর ট্রফি হিসেবে শাবনুর বলছেন, ‘বিধি তুমি বলে দাও আমি কার/ দুটি মানুষ একটি মনের দাবিদার’।
আবার একটি ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশে আলোচিত ব্যরিস্টার সুমনের কণ্ঠ ডাবিং করে ট্রল করা হচ্ছে। ব্রাজিলের কোচের জায়গায় ব্যারিস্টার সুমনের কণ্ঠ যুক্ত করা হয়েছে। সেখানে ব্রাজিলের কোচ তার প্লেয়ারদের বলছে, ‘তুমরা ভালা করা খেললে আমি আমার গরু বেইচ্চা দিমু।’ এটাও এবারের খুব আলোচিত ট্রল।
এছাড়া ২০১৪ বিশ্বকাপের পর থেকে একটি ট্রল চলেই আসছে। ওই বছর বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল নিজেদের মাঠে জার্মানির কাছে সাত গোল খাওয়ার পর ‘সেভেন আপ’ কথাটি শুনতে হয়নি এমন ব্রাজিল সমর্থক হয়তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না।
আবার ওই আসরের ফাইনালে হেরে বিশ্বকাপে ২৮ বছরের খরা ঘোচাতে না পারায় আর্জেন্টিনা সমর্থকদের কত শতবার ‘আরজিতেনা’ শব্দটা শুনতে হয়েছে, তার ইয়ত্তা নেই।
এবার দুই দলকে নিয়ে আরও দু’টি ট্রল ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। যে দু’টিকে বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিলকে নিয়ে করা সবচেয়ে বেশি ব্যবহৃত মিম বলা যেতে পারে।
যার একটি হলো, ‘ব্রাজিল সমর্থন করা আর বাবার সম্পত্তি দেখে বিয়ে করা একই বিষয়।’ বিশ্বকাপে সাফল্য দেখে ব্রাজিলকে সমর্থন করা ব্রাজিল সমর্থকদের প্রতি কটাক্ষ করে উদ্ভূত এই মন্তব্য।
আর এর জবাবে ব্রাজিল সমর্থকদের উত্তর, ‘আর্জেন্টিনা সমর্থকরা শাবানার মত, শত অবহেলায়ও সংসার ছেড়ে যায় না।’
এর মধ্যে লাল শাড়ি এবং কালো শড়ি পরে দুই তরুণীর নাচের ভিডিও ভাইরাল। একজনকে ব্রাজিল, আরেকজনকে আর্জেন্টিনা হিসেবে তুলনা করে ক্যাপশন দেওয়া হচ্ছে জনপ্রিয় ডায়লগ, ‘লালডা নাকি কালাডা’।
আবার এক নাটকের দৃশ্যে আর্জেন্টিনার জন্য দোয়া মাহফিলের ভিডিও ভাইরাল। ব্রাজিল সমর্থকরা সেই ভিডিও আপলোড করে ক্যাপশন দিচ্ছেন, ‘এবার দোয়া দরুদ পড়ে যদি একট গতি হয়।’
এভাবেই চলছে কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ের উত্তেজনা। শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসে সেটাই দেখার অপেক্ষায় বিশ্ব। তবে জয় যারই হোক, সমর্থকদের লড়াই তাতে থামবে না। নতুন নতুন অস্ত্র নিয়ে নিজের দলের পক্ষে তারা মাঠ সরগরম করে রাখবেন চিরকালই।
আর্জেন্টিনা আর্জেন্টিনা- ব্রাজিল কোপা আমেরিকা টপ নিউজ ব্রাজিল