Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টের শুরুতেই আসছে ৬০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন

সিনিয়র করসেপন্ডেন্ট
১০ জুলাই ২০২১ ২১:০৭

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে আগস্টের শুরুতেই ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ‘কমিরন্যাটি’ আসছে দেশে। বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভি’র বিশ্বব্যাপী ভ্যাকসিন বিতরণের উদ্যোগ কোভ্যাক্সের আওতায় আসছে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন।

শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতালের স্থান পরিদর্শন শেষে এ তথ্য জানান ।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চিঠি এসেছে। তারা জানিয়েছে আগস্টের শুরুতেই ৬০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন আমাদের দেওয়া হবে। এছাড়াও এ মাসের শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে চীন থেকে আরও ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী দেড় মাসের মধ্যে আমাদের হাতে এক থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন থাকবে। এছাড়াও আগস্ট মাসে আরও কিছু ভ্যাকসিন আসার কথা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ডাক্তার-নার্সরা গত দেড় বছর যাবৎ দিনরাত কাজ করছে। অনেকেই মৃত্যুবরণ করছেন। তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করব, আপনারা তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করবেন। তাদের একটু উৎসাহিত করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমুখ।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ফাইজার ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর