হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ড, উদ্ধার কার্যক্রম সমাপ্ত
১০ জুলাই ২০২১ ২০:১১ | আপডেট: ১১ জুলাই ২০২১ ০১:৩৩
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আর কোনো মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।
অভিযানের তৃতীয় দিন শনিবার (১০ জুলাই) বিকেল ৫টায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা দেওয়ার সময় এসব তথ্য জানান ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ঝুঁকিপূর্ণ বলেও জানানো হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য বিশিষ্টি একটি কমিটি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন দেবাশীষ বর্ধন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুডস লিমিটেডের কারখানায় আগুন লাগে। এই কারখানার মালিক সজীব গ্রুপ। আগুনে ৫২ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার দিন মৃত্যু হয় তিন শ্রমিকের। বাকি ৪৯ জনের মরদেহ কারখানার ফ্লোর থেকে উদ্ধার করা হয়।
সারাবাংলা/এনএস
উদ্ধার কার্যক্রম সমাপ্ত কারখানায় অগ্নিকাণ্ড টপ নিউজ ফায়ার সার্ভিস হাসেম ফুড কারখানা