হাসেম ফুডসে আগুন: বিল্ডিং কোড মানা হয়নি, ছিল অতিরিক্ত কেমিক্যাল
১০ জুলাই ২০২১ ১৭:৩৪ | আপডেট: ১০ জুলাই ২০২১ ১৮:২৩
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার আগুন পুরোপুরি নেভানো হয়েছে। এখন ধ্বংসস্তূপের মাঝে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেল অথবা সন্ধ্যার দিকে উদ্ধার কাজ শেষ হবে তখন আগুনের ঘটনার তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তদন্ত কমিটির প্রধান জিল্লুর রহমান।
শনিবার (১০ জুলাই) দুপুরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ‘আমরা গতকাল ৪৯টি মরদেহ উদ্ধার করি। পরে নতুন করে আর কোনো মরদেহ উদ্ধার করা হয়নি। ভবনে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে। আমাদের উদ্ধার কাজ বিকেল পর্যন্ত চলবে তারপর থেকে আমাদের তদন্ত শুরু হবে।’
রূপগঞ্জে কারখানায় আগুন: সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটক ৮
ভবনটিতে কোনো বিল্ডিং কোড মানা হয়নি এ কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির পঞ্চম তলার ছাদের মাঝে ১৫ ফুটের মতো ধসে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চম ও ষষ্ঠতলায় উদ্ধার অভিযান পরিচালনা করছে।’
ঘটনাস্থলে থাকা শ্রমিক ও নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ‘হাসেম ফুড কারখানা অব্যবস্থাপনার মাধ্যমে চলতো। কারখানায় অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হয়নি। এখানে বেশিরভাগই শিশু শ্রমিক কাজ করতো।’
কারখানায় খাদ্যপণ্যে অতিরিক্ত ক্যামিকেল ব্যবহার করতো জানিয়ে তারা আরও বলেন, ‘অতিরিক্ত ক্যামিকেলের কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের এতো দেরি হয়। এছাড়া কারখানা ভবন থেকে বের হতে শ্রমিকদের জন্য ইমারজেন্সি এক্সিটের ব্যবস্থা রাখা হয়নি।’
নিখোঁজ শ্রমিক মিতার (১৭) বোন রোজিনা আক্তার জানান, তার বোন মিতা আক্তার চারতলায় কাজ করছিল। ঘটনার দিনও তারা কেচিগেট তালা দিয়ে রাখায় চারতলার কোনো শ্রমিক বের হতে পারেনি।
অন্য শ্রমিকরা অভিযোগ করে আরও বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা ঠিক মতো পরিশোধ করে না। শ্রমিকরা বেতন চাইলে মালিকপক্ষ তাদের মারধরসহ চাকরিচ্যুত করার হুমকি দেয়।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুডস লিমিটেডের কারখানায় আগুন লাগে। এই কারখানার মালিক সজীব গ্রুপ। আগুনে ৫২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এমও
অতিরিক্ত ক্যামিকেল বিল্ডিং কোড সজীব গ্রুপ সেজান জুস হাসেম ফুডস