Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারখানায় আগুন, নিহতদের প্রতি এফবিসিসিআই’র শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২১ ১৭:১৮ | আপডেট: ১০ জুলাই ২০২১ ২০:০১

ঢাকা: নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

শনিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায় এফবিসিসিআই। এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সাভির্সের কমীরা।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়াও অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিস বিভাগের সকল কর্মীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি।

সারাবাংলা/ইএইচটি/এনএস

কারখানায় অগ্নিকাণ্ড নিহতদের প্রতি এফবিসিসিআই’র শোক সেজান জুস কারখানা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর