রূপগঞ্জে কারখানায় আগুন: সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটক ৮
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২১ ১৫:১৫ | আপডেট: ১০ জুলাই ২০২১ ১৫:১৭
১০ জুলাই ২০২১ ১৫:১৫ | আপডেট: ১০ জুলাই ২০২১ ১৫:১৭
ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আটজনকে আটক করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) দুপুরে ঢাকার গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে নারায়ণগঞ্জ নেওয়া হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আহসান জানান, হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে অর্ধশতাধিক শ্রমিক নিহতের ঘটনায় দুপুরে গুলশানের নিজ বাসা থেকে আবুল হাশেমকে আটক করা হয়েছে। তিনি ছাড়াও এ ঘটনায় আরও সাতজনকে আটক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে এ পর্যন্ত ৫৩ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
সারাবাংলা/এএম