Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আক্রান্ত আরও ৬০৩, সংক্রমণের হার ৩১%

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২১ ১৪:২২ | আপডেট: ১০ জুলাই ২০২১ ১৪:২৮

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৬০৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

শনিবার (১০ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ১ হাজার ৯০৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তদের মধ্যে নগরীর ৪৩৬ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ১৬৭ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞাপন

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘন্টায় মীরসরাইয়ে ৩৬ জন,রা্উজানে ২৮ জন, সীতাকুণ্ডে ২৬ জন, হাটহাজারী ও ফটিকছড়িতে ২০ জন করে, রাঙ্গুনিয়ায় ১৯ জন এবং বোয়ালখালীতে ১০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাকি উপজেলাগুলোর মধ্যে বাঁশখালী, আনোয়ারা ও চন্দনাইশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হিসেবে কেউ শনাক্ত হননি। পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া ও সন্দ্বীপে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০ জনের নিচে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন নগরীর এবং একজন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৪ হাজার ২৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৯ হাজার ৭১৮ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৪ হাজার ৫৮১ জন।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৫৭ জন। এর মধ্যে নগরীর ৪৯০ জন এবং বিভিন্ন উপজেলার ২৬১ জন আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর