Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের অরণ্যে বাড়ছে দৈত্যাকার পান্ডা

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২১ ০৮:৫২

চীনে বহু বছরের সংরক্ষণ প্রচেষ্টায় অরণ্যচারী দৈত্যাকার পান্ডার সংখ্যা বেড়ে এক হাজার ৮০০তে দাঁড়িয়েছে। এই প্রজাতির পান্ডা এখন আর বিলুপ্তির ঝুঁকিতে নেই— বন্যপ্রাণি সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

যদিও এ ব্যাপারে এখনই সন্তুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই উল্লেখ করে আগেকার মতোই দৈত্যাকার পান্ডা সংরক্ষণে যত্নবান হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সংরক্ষণবাদীরা।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাঁশগাছ চাষ বাড়ানোর মাধ্যমে দৈত্যাকার পান্ডার আবাসস্থলের উন্নয়ন ঘটানো এবং বিচরণভূমি তৈরি করে বিরল প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছে চীনের পরিবেশ বিভাগ।

এছাড়াও, চীনের চিড়িয়াখানাগুলোতে কৃত্রিম প্রজননের মাধ্যমে পান্ডার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলেছে।

এর আগে, ২০১৬ সালেই পরিবেশ সংরক্ষণ বিষয়ক বৈশ্বিক সংস্থা (আইইউসিএন) বিলুপ্তপ্রায় প্রাণির তালিকা থেকে সরিয়ে দৈত্যাকার পান্ডাকে বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু, তখন চীন সরকার আইইউসিএনের বিরোধিতা করে বলেছিল— এমন ঘোষণার পর জনগণ ভ্রান্ত ধারণার বশবর্তী হলে দৈত্যাকার পান্ডা সংরক্ষণ প্রচেষ্টায় শৈথিল্য আসতে পারে।

পাঁচ বছরের মাথায়, চীনের পরিবেশ মন্ত্রণালয়ই বিলুপ্তপ্রায় প্রাণির তালিকা থেকে দৈত্যকার পান্ডাকে বাদ দেওয়ার ঘোষণা দেওয়ার পর নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করার খবর জানিয়েছে বিবিসি। সংরক্ষণ প্রচেষ্টা যে আসলেই কাজে লেগেছে এখন তা প্রমাণিত, সামাজিক যোগযোগের মাধ্যমগুলোতে এমন মত জনপ্রিয়তা পেয়েছে।

মাইক্রোব্লগিংসাইট উইবোতে একজন লিখেছেন, দীর্ঘ কষ্টের ফলাফল এই অর্জন। সংরক্ষণে জড়িতদের অভিবাদন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চীনে পান্ডাকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা দেওয়া হলেও; কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে মিত্রদেশগুলোকে পান্ডা ধারে দিয়ে থাকে দেশটি।

সারাবাংলা/একেএম

আইইউসিএন চীন টপ নিউজ দৈত্যাকার পান্ডা বিপন্ন বিলুপ্তি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর