Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধীদের মাঝে ঢাকা মহানগর উত্তর আ.লীগের ত্রাণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২১ ২০:৫৮

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে লকডাউনের চলমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো শুরু করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ২০০ দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিশেষ ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) সকালে মিরপুরে একটি স্কুলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ২০০ দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসুরক্ষা বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী হিসাবে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি ও সেমাই বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মহানগর নেতারা করোনা মহামারিকালে দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার প্রতি আনুগত্য প্রকাশ করে অঙ্গীকার করেন, ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আওতাধীন এলাকায় একটি মানুষকেও ঢাকা শহরে অনাহারে মরতে দেওয়া হবে না।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির উদ্যোগে এসময় উপস্থিত ছিলেন- মিরপুর-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আগা খান মিন্টু, ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মাহতাব উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৈমুর রেজা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, এবিএম মাজহার উদ্দিন, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুল আলম ভুঁইয়া জুয়েল, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম মজনু, সহ-প্রচার সম্পাদক এম এ হামিদ, সহ-দফতর সম্পাদক শেখ আউয়াল, নির্বাহী সদস্য সরোয়ার আলম, হিমাংশু কিশোর দত্ত, ওবায়দুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

ত্রাণ বিতরণ প্রতিবন্ধী লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর