যার মরে সেই শুধু বোঝে কত ক্ষতি হলো: বস্ত্র ও পাটমন্ত্রী
৯ জুলাই ২০২১ ১৮:৩৯
ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের মালিকাধীন হাসেম ফুডস লিমিটেড কারখানা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। তিনি শ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে আশ্বাস দেন।
স্বজনহারাদের মর্মবেদনার প্রতি একাত্ম হয়ে মন্ত্রী বলেন, ‘কেউ মারা গেলে তার স্বজনরাই কেবল বুঝতে পারেন তার কী পরিমাণ ক্ষতি হলো। কারখানায় আগুন লেগে হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মালিকপক্ষকে নিয়ে বসে মৃত শ্রমিকদের পরিবারকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যায় সে ব্যবস্থা করা হবে।’
রূপগঞ্জের এ সংসদ সদস্য বলেন, ‘যারা মালিকপক্ষ আছেন তাদের সঙ্গে আমি কথা বলব। কথা বলে এমন একটা ক্ষতিপূরণ দিতে হবে যাতে শ্রমিকপক্ষ খুশি থাকে। আমিও রূপগঞ্জের একজন শিল্পগোষ্ঠীর সদস্য। সুতরাং আমরা সবাই মিলে বসে একটি ব্যবস্থা করব। যেন মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা ভালোভাবে চলতে পারে।’
উল্লেখ্য, রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুডস লিমিটেডের মালিক সজীব গ্রুপ। ফুডস ও বেভারেজ জগতে এই গ্রুপের পণ্যের প্রসার রয়েছে। এদের ৯টি অঙ্গপ্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় প্রতিষ্ঠান হলো হাসেম ফুডস লিমিটেড।
আরও পড়ুন
রূপগঞ্জে কারখানায় আগুনে হতাহতের ঘটনায় বস্ত্র ও পাটমন্ত্রীর শোক
কারখানায় আগুন: ডিএনএ টেস্টের পর মরদেহ হস্তান্তর
কারখানায় আগুনের ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। তিনজন মারা যান বৃহস্পতিবার বাকিদের মরদেহ ওই কারখানার চতুর্থ তলা থেকে শুক্রবার (৯ জুলাই) উদ্ধার করা হয়। ওই তলায় তালা লাগানো থাকায় আটকেপড়া মানুষরা বের হতে পারেননি।
এর আগে, বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রূপগঞ্জের হাসেম ফুডসের কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ডেমরা, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট কাজ করে। তা সত্ত্বেও সারারাতে আগুন নেভানো যায়নি। শুক্রবার দিনের বেলা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই কারখানার ভেতরে উদ্ধার তৎপরতা চলে।
আরও পড়ুন-
- হাসেম ফুডস কারখানার তালাবদ্ধ ৪র্থ তলায় ৪৯ মরদেহ
- রূপগঞ্জে হাশেম ফুডস ফ্যাক্টরিতে আগুন, ২ শ্রমিকের মৃত্যু
- ১৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি হাসেম ফুডস কারখানার আগুন
- রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় আগুন, আরও এক শ্রমিকের মৃত্য
হাসেম ফুডস লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
লাশের পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তরের সময় দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আর আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার করে টাকা দেওয়া হবে বলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে।
মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তাদের ডিএনএ টেস্ট করার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/একে
কারখানায় আগুন গাজী দস্তগীর গোলাম দস্তগীর গাজী টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী