Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২১ ১৭:০৭ | আপডেট: ৯ জুলাই ২০২১ ১৮:৩৪

নোয়াখালী: জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার হরনি ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাত সর্দার তেলি আব্দুর রবসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি দু’নলা বন্দুক, একটি পাইপগান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি পাইরোটেকনিক ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়। তারা সবাই ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

ডাকাত সর্দার তেলি আব্দুর রব লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ গ্রামের শাহ আলমের ছেলে। শুক্রবার (৯ জুলাই) ভোরে টাংকিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড হাতিয়ার স্টেশান কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আটককৃত অপর দু’জন হলেন— রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ গ্রামের আব্দুর রহিম (৩০) ও রবিন হোসেন (২৪)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে হাতিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে টাংকিরখাল এলাকায় পৌঁছে কোস্টগার্ড। এ সময় ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়া একদল ডাকাত কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি ছুড়ে। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে ডাকাতদল পিছু হাঁটতে শুরু করলে ধাওয়া করে ডাকাত সর্দার তেলি আব্দুর রবসহ তিনজনকে আটক করে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে লে. এ এস এম লুৎফর রহমান জানান, ডাকাত দলের সদস্যদের প্রতিরোধ করতে আমরা ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ি। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৩ ডাকাত সর্দার গ্রেফতার নোয়াখালী বাংলাদেশ কোস্টগার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর