রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় আগুন, আরও এক শ্রমিকের মৃত্যু
৯ জুলাই ২০২১ ০১:২৫ | আপডেট: ৯ জুলাই ২০২১ ১১:৪৩
ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির কারখানায় আগুন লাগার ঘটনায় মোরসালিন (২৮) নামে আরও একজন মারা গেছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১১টার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত ঘোষণা করেন। মাজেদা (২৮) নামে আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
ওই কারখানায় আগুনের ঘটনায় এ নিয়ে তিন জন মারা গেলেন। মোরসালিনের আগে বৃহস্পতিবার বিকেলে স্বপ্না রাণী (৪৫) ও মিনা আক্তার (৩৩) নামে দুজন শ্রমিক মারা যান।
আরও পড়ুন- রূপগঞ্জে হাশেম ফুডস ফ্যাক্টরিতে আগুন, ২ শ্রমিকের মৃত্যু
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মোরসালিনকে মৃত ঘোষণা করেন। আগুন থেকে বাঁচতে ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে আহত হয়েছিলেন মোরসালিন। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, মোরসালিনের বাড়ি দিনাজপুর জেলার চিবিরবন্দর উপজেলায়। তার বাবার নাম আনিসুর রহমান।
এর আগে সন্ধ্যায় আহত ৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নেওয়া হয়। তারা হলেন, ফাতেমা আক্তার (৩২), আমেনা খাতুন (২২), আবু বক্কর সিদ্দিক (৪৭), মহসিন (২৭), মঞ্জুরুল ইসলাম (২৭) ও নাহিদ (২৬)।
এদের মধ্যে নাহিদ ও মঞ্জুরুল ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাদের দুইজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে।
আবু বকর সিদ্দিক জানান, কারখানায় টেকনিশিয়ান পদে চাকরি করেন তিনি। ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ ওই ভবনে দাউদাউ করে আগুন দেখতে পান। পরে সে দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়।
ছবি তুলেছেন: হাবিবুর রহমান
সারাবাংলা/এসএসআর/একে