Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়ের বাসে গ্রামে যেতে পারবে জবি শিক্ষার্থীরা

জবি করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ২৩:৫৯

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব পরিবহনেই গ্রামে যেতে পারবেন অধ্যয়নরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কাছে তথ্য চেয়ে আবেদন করতে বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক ড. মোহাম্মদ আব্দুলাহ বাকী ও প্রক্টর মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামে যেতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা ১৩ জুলাই পর্যন্ত প্রক্টর কিংবা ছাত্র কল্যাণ পরিচালকের কাছে আবেদনপত্র জমা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে নিজস্ব পরিবহনে গ্রামে যাওয়ার ব্যবস্থা করেছি। কোন জেলায় কত জন শিক্ষার্থী যাবেন তাদের নামের তালিকা করার জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’

কারা কারা বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যেতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাদের রেজাল্ট হয়নি তারা আবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে যেতে পারবেন।’

সারাবাংলা/জেআর/একে

ঈদযাত্রা করোনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর