Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ভ্যাকসিনের নিবন্ধন করা যাবে মাইজিপি অ্যাপে

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ২৩:২৭ | আপডেট: ৮ জুলাই ২০২১ ২৩:৫৩

ঢাকা: গ্রামীণফোনের ওয়ান-স্টপ ডিজিটাল সমাধান মাইজিপি অ্যাপে সরকারের সুরক্ষা (https://surokkha.gov.bd/) অনলাইন প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে মাইজিপি অ্যাপ থেকেই করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাইজিপি ব্যবহারকারীরা অ্যাপের ‘হোয়াট’স নিউ’ সেকশনে সুরক্ষা পোর্টালে প্রবেশের জন্য নতুন যুক্ত হওয়া কার্ডটি পাবেন। কার্ডটিতে ক্লিক করার পর ব্যবহারকারীদের সরাসরি ‘সুরক্ষা’ পোর্টালের ওয়েবপেইজে নিয়ে যাওয়া হবে।

বিজ্ঞাপন

সুরক্ষা পোর্টালের মাধ্যমে ভ্যাকসিন নিবন্ধনের স্ট্যাটাস আপডেট দেখা যাবে, ভ্যাকসিন কার্ড ও ভ্যাকসিন দেওয়ার পরে সনদ সংগ্রহ করা যাবে এবং সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাই মাইজিপি’তে সুরক্ষা পোর্টালের সংযোজন গ্রাহকদের এই সংকটকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে বলে প্রত্যাশা করছে গ্রামীণফোন। এই উদ্যোগটি ভ্যাকসিন নিবন্ধনের সার্বিক প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের প্রয়াসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও মনে করছে মোবাইল অপারেটরটি।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, দীর্ঘমেয়াদে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। তাই সবার মাঝে ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরিতে আমাদের আরও বেশি জোর দিতে হবে। সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা তুলনামূলক কঠিন একটি কাজ। গ্রামীণফোন মাইজিপি অ্যাপে সুরক্ষা পোর্টালকে অন্তর্ভুক্ত করে এই কার্যক্রমে ভূমিকা রাখার চেষ্টা করবে। যাদের প্রযুক্তি বিষয়ে বোঝাপড়া একটু কম, তারাও এখন সহজেই মাত্র কয়েকটি ক্লিক করেই ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞাপন

এমন সময়োপযোগী উদ্যোগ ছাড়াও প্যাকেজ প্ল্যান, অ্যাকাউন্ট ব্যালেন্স, এফএনএফ, ওয়েলকাম টিউন, মিসড কল অ্যালার্টসহ বিনোদনমূলক বিভিন্ন ফিচার এবং আরও সহজ সমাধান সম্পর্কে গ্রামীণফোন গ্রাহকদের জানাতে ওয়ান-স্টপ সমাধান হিসেবে কাজ করে মাইজিপি। স্মার্টফোনে মাইজিপি অ্যাপটি ডাউনলোডের জন্য ভিজিট করুন http://mygp.li/spo।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ভ্যাকসিন নিবন্ধন মাইজিপি অ্যাপ সুরক্ষা প্ল্যাটফর্ম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর