Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ২৩:০৮

প্রতীকী ছবি

রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলার সশস্ত্র সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহতের খবর পাওয়া গেছে। জানা গেছে, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিক ঘটনার বিস্তারিত জানাতে পারেনি।

বৃহস্পতিবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা ফিরে এলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল প্রত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল, এলাকাটি ফোন নেটওয়ার্কের বাইরেও। তাই ঘটনার সঙ্গে কারা জড়িত কিংবা কারা বন্দুকযুদ্ধে জড়িয়েছে সেটি বলা যাচ্ছে না এখনই।’

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের তিন পাহাড়ি জেলায় বিবাদমান চারটি আঞ্চলিক সংগঠনের তৎপরতা রয়েছে। বিভিন্ন সময়েই আধিপত্য বিস্তার, এলাকা নিয়ন্ত্রণকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে এই বিবাদমান আঞ্চলিক সংগঠনগুলো। এছাড়া বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাসহ বেশ কয়েকটি এলাকায় মগ লিবারেশন পার্টি (মগ বাহিনী) নামে আরেকটি সশস্ত্র সংগঠনের তৎপরতা রয়েছে। বিভিন্ন সময়ে এ সংগঠনগুলোর কারণে মানুষের জানমালের ক্ষতিসহ অসংখ্য প্রাণ ঝরেছে।

সারাবাংলা/এমও

দুর্গম পাহাড় বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর