Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলনার লোভ দেখিয়ে শিশু হত্যায় আসামির ফাঁসি বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ২০:৫৫

ঢাকা: নোয়াখালীর সুধারাম থানার গোপীনাথপুর গ্রামে খেলনার লোভ দেখিয়ে শিশু আরাফাতকে (৯) হত্যার ঘটনায় আসামি মো. জাহাঙ্গীরের ফাঁসি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আসামি জাহাঙ্গীর বর্তমানে কারাগারের কনডেম সেলে আছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) দণ্ড মওকুফ চেয়ে আসামির করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এ বি এম বায়েজীদ।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর জানান, ২০০৭ সালের ১৩ মার্চ নোয়াখালী জেলার সুধারাম থানার গোপীনাথপুর গ্রামে পারিবারিক শত্রুতার কারণে নয় বছরের শিশু আরাফাত হোসেনকে খেলনার লোভ দেখিয়ে কবরস্থানে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মো. জাহাঙ্গীরকে (২৬) আসামি করে শিশু আরাফাতের বাবা মো. বাবুল খান হত্যা মামলা দায়ের করেন।

২০০৮ সালের ২৮ জুলাই নোয়াখালীর আদালত আসামি মো. জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড দেন। ২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামি। আজ সেই আপিলের শুনানি শেষে আসামি মো. জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ফাঁসি বহাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর