Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ২০:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ দাম্মোয়া পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার মো. ইয়ার খান (২২) কুমিল্লার মুরাদনগর উপজেলার কামিলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। বাসা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, ঘটনার শিকার শিশুটি দাদির আশ্রয়ে থাকেন। তার দাদি আগে গৃহকর্মীর কাজ করতেন। এখন ভিক্ষা করে নিজেদের ভরণপোষণ চালান। ইয়ার খান তাদের প্রতিবেশি।

মহসীন বলেন, ‘একেবারে হতদরিদ্র পরিবারের মেয়েটিকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ইয়ার খান একাধিকবার ধর্ষণ করেছে। সর্বশেষ গত ৫ জুলাই বাসায় একা পেয়ে মেয়েটিকে আবারও ধর্ষণ করে। কিন্তু এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। দাদি বাসায় ফিরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে এ বিষয়ে জিজ্ঞেস করেন। শিশুটি ঘটনা জানানোর পর তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।’

বৃহস্পতিবার শিশুটির দাদি বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ইয়ার খানকে গ্রেফতার করেছে বলে জানান ওসি মহসীন।

সারাবাংলা/আরডি/পিটিএম

যুবক গ্রেফতার শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর